BRAKING NEWS

গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচেও যুবরাজের ব্যাটে এল জয়

টরন্টো, ৩ জুন (হি.স.) : প্রথম ম্যাচের হতাশা দূরে সরিয়ে গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচে ঝলসে উঠল যুবরাজের ব্যাট। সেইসঙ্গে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মনপ্রীত গনির সময়োপযোগী ক্যামিও দ্বিতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসকে এনে দিল কাঙ্খিত জয়। এডমন্টন রয়্যালসের বিরুদ্ধে ১৯২ তাড়া করে ২ উইকেটে উত্তেজক জয় ছিনিয়ে নিল যুবরাজের দল।


দ্বিতীয় ম্যাচে কিছুটা হলেও জ্বলে উঠল তাঁর ব্যাট। ২১ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আনন্দ দিলেন স্থানীয় সমর্থকদের। শনিবার তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি ছয় ও ৩টি চারে। তবে দল লক্ষ্যমাত্রায় পৌঁছনোর অনেক আগেই বেন কাটিংয়ের স্লোয়ারে ঠকে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। যুবরাজের পাশাপাশি টরন্টো ন্যাশনালসের হয়ে এদিন ৩৯ বলে ৪৫ রানের অবদান রাখেন প্রোটিয়া ব্যাটসম্যান হেনরি ক্লাসেন। তবে ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পরেও শেষদিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মনপ্রীত গনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ১২ বলে ৩৩ রানের ক্যামিও জয়ের খুব কাছে পৌঁছে দেয় দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *