BRAKING NEWS

মন কি বাতে জল সংরক্ষণে একাধিক উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) :  জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব নিজের মন কি বাত অনুষ্ঠানে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি যে সকল রাজ্য এই বিষয়ে সদর্থক উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকেও কুর্ণিশ জানিয়েছেন তিনি।


নিজের মাসিক রেডিও অনুষ্ঠানে জল সংরক্ষণের বিষয়ে প্রশাসনিক স্তরে সদর্থক ভূমিকা পালন করার জন্য মেঘালয় রাজ্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরপূর্বের মেঘালয় প্রথম জল সংরক্ষণ নীতি প্রণয়ন করেছে।  জল কম অপচয় করার জন্য হরিয়ানা সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, জল কম খরচ করে কি ভাবে কৃষি কাজ করা যায় তা দেখিয়ে দিয়ে আদতে কৃষকদের বড় ধরণের লোকসানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে হরিয়ানা সরকার। ঝাড়খণ্ডের রাঁচি জেলার আরা এবং কেরম গ্রামে বাসিন্দারা জল সংরক্ষণ নিয়ে উদ্যোগী হওয়ার জন্য প্রধানমন্ত্রী তাদেরকেও প্রশংসা করেছেন। 


জল সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসাকে স্বাগত জানিয়ে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সমষ্টিগত উদ্যোগ আমায় আপ্লুত করেছে। সংবাদমাধ্যম, প্রশাসন  এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি জল সংরক্ষণের জন্য সচেতনতা প্রসারে উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে সামনে এসেছে। যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করে চলেছে। উৎসবের এই মরসুমে আরও বেশি করে প্রচারের উপর  জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদর্শী এবং পথ নাটিকার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা উচিত।


জলশক্তি মন্ত্রকের কার্যকারিতা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, জল গুরুত্ব বুঝতে পেরে জলশক্তি মন্ত্রক গড়ে তোলা হয়েছে। জল সংক্রান্ত সমস্ত বিষয়ে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেই জন্য এই মন্ত্রক গড়ে তোলা হয়েছে। 
উল্লেখ করা যেতে পারে পয়লা জুলাই কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জলের অভাব দূর করার জন্য জলশক্তি মন্ত্রক গড়ে তুলেছিলেন। জল সংরক্ষণ এবং সেচের জল সরবরাহ করাকে আন্দোলনের পর্যায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *