নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বামফ্রন্ট৷ শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার পর সন্ধ্যায় সিপিআই(এম)’র রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর ও সিপিআই(এম) রাজ্য সম্পাদ গৌতম দাস এই অভিযোগ করেন৷ তাঁদের দাবি, শাসক দল এবং নির্বাচন কমিশন এজন্য দায়বদ্ধ৷ নির্বাচন কমিশন সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে৷
এদিন বিজনবাবু বলেন, ৮৬ শতাংশ আসেন হিংসা, বর্বরতা, আক্রমণ ও হুমকি প্রদর্শন করে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে৷ মাত্র ১৪ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিরোধী দল৷ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সিপিআই(এম) নির্বাচনে অংশ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ নতুন সরকারের আমলে এখনও পর্যন্ত যে সব নির্বাচন হয়েছে একটি ক্ষেত্রেও বৈধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি বলে অভিযোগ করেছেন তিনি৷ কারণ, অধিকাংশ জায়গায় নির্বাচনী প্রচার করতে পারেনি বিরোধীরা৷
তিনি কটাক্ষ করে বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে ১৪ শতাংশ আসনে শনিবার ভোট হয়েছে সে ক্ষেত্রেও ভোটের লাইনে ভোটারদের দেখা যায়নি৷ ভোটে উৎসবের মেজাজ ছিল না৷ তাঁর অভিযোগ, বিরোধী দল সিপিএমের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি৷ বাগমায় সিপিআইএম সমর্থক নির্দল প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে৷ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ তিনি আরও বলেন, সাতচাঁদ, বিলোনীয়া, শান্তিরবাজারে কোনও বুথে বিরোধী দলের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি৷ তাঁর অভিযোগ, বেজিমারা, বড়নারায়ণ, ঘ্রাণতলী, কাঠালিয়া প্রভৃতি এলাকায় ব্যাপকহারে শাসক দল বুথ দখল করেছে৷ শুধু তাই নয়, জিরানীয়া শচীন্দ্রনগর কলোনীতে বেলা ১১টার পর ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি৷ উদয়পুরেও বামপন্থীদের ভোটারদের কাছ থেকে ভোটার স্লিপ ছিনিয়ে নিয়ে শাসক দলের সমর্থকরাই ভোট দিয়েছেন৷ তাঁর আরও অভিযোগ, কৈলাসহরের ডুলুগাঁওয়ে বিরোধীদের ভোটদানে বাঁধা দেওয়া হয়েছে৷ এছাড়া চন্ডীপুর, মোহনপুর, বামুটিয়া সহ সর্বত্রই ভোটে কারচুপি করা হয়েছে৷