নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বেপরোয়া গাড়ির। নিহত দুই। পাশাপাশি গুরুতর জখম দুই। রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি পূর্ব দিল্লির সূর্য্য নগর এলাকায় ঘটেছে। গাড়িটি আনন্দ বিহার থেকে দিলসাদ গার্ডেনের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের তরফে জানানো হয়েছে সকাল ৫টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর তাদের কাছে আসে। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় জিটিবি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।
দিল্লি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মেঘনা যাদব জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ডিভাইডারের রেলিং পুরোপুরি উপড়ে পড়ে গিয়েছে। একটি বাতিস্তম্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের চিহ্নিত করা হয়েছে। নিহতরা হলেন রুবেল (২০) এবং প্রাভজ্যোত সিং (১৮)। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।