নয়া রাজ্যপালের শপথ ২৯শে, বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ ত্রিপুরার নয়া রাজ্যপালের দায়িত্ব নিতে চলেছেন রমেশ বাইস৷ আগামী ২৯ জুলাই সকাল ১১টায় তিনি শপথ নেবেন৷ এদিকে, শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে ৷


প্রসঙ্গত, ত্রিপুরার ১৭-তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি ৷ ২০১৮ সালের ২৫ আগস্ট ত্রিপুরার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন তিনি ৷ ইতিপূর্বে তিনি হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন ৷ তাছাড়া পঞ্জাবের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব সামলেছিলেন অধ্যাপক সোলাঙ্কি ৷ ত্রিপুরায় তিনি তদানীন্তন রাজ্যপাল তথাগত রায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৷ আজ রাজ্যপাল হিসেবে অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কির মেয়াদ পূর্ণ হচ্ছে ৷


রাজ্যপালের সচিব টি কে চাকমা জানিয়েছেন, বিদায়ী রাজ্যপালকে আজ আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে৷ পুরাতন রাজভবনের দরবার হল-এ সন্ধ্যা সাড়ে সাতটায় এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা সমারোহ হবে৷ তাঁর কথায়, ওই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি-সহ অন্য বিচারপতিরা উপস্থিত থাকবেন৷ এছাড়াও ত্রিপুরা প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ওই অনুষ্ঠানে অংশ নেবেন৷


তিনি আরও জানান, বিদায়ী রাজ্যপাল আগামী ২৮ জুলাই দুপুরে ত্রিপুরা ছেড়ে চলে যাবেন৷ তবে, তাঁর আগেই নয়া রাজ্যপাল ত্রিপুরায় চলে আসবেন৷ তিনি বলেন, আগামীকাল সকালে ত্রিপুরার নয়া রাজ্যপাল রমেশ বাইস আসছেন৷ তাঁকে রাজভবনে গার্ড অব অনার দেওয়া হবে৷ এছাড়া তিনি বিদায়ী রাজ্যপালের সাথে আগামীকাল সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হবেন৷


চাকমাবাবু বলেন, নয়া রাজ্যপাল আগামী ২৯ জুলাই সকাল ১১টায় শপথ নেবেন৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন৷ তাঁর দাবি, বিদায়ী রাজ্যপালের সংবর্ধনা এবং নয়া রাজ্যপালকে বরণ করে নেওয়ার জোরদার প্রস্তুতি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *