ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সরব প্রচার সমাপ্ত হয়েছে৷ আগামী শনিবার রাজ্যে ১৮৪৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাই, আগামীকাল ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন৷ তাদের নিরাপদে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ-টিএসআর প্রস্তুত রয়েছেন৷ সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও নির্বাচনী ক্ষেত্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টহল দেবেন৷


রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেজিৎ ভট্টাচার্য্য জানিয়েছেন, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোট কর্মীরা প্রস্তুত আছেন৷ ভোট সামগ্রীও তাঁরা বুঝে নিয়েছেন৷ আগামী সন্ধ্যার মধ্যে নিজ নিজ বুথে ভোট কর্মীরা পৌছে যাবেন৷ তিনি আরও জানান, ভোটের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ভোট কর্মীদের সুরক্ষারও ব্যবস্থা করেছে পুুলিশ প্রশাসন৷ ফলে, নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *