BRAKING NEWS

কুমারঘাটে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ নারী ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা রাজ্যে এযাবৎকালে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আর এই নির্যাতনের শিকার হয়ে অনেক সময় প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে মহিলাদেরকে৷ ফের স্বামীর হাতে নিজ স্ত্রীকে খুনের এক চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে উনকোটি জেলার কুমারঘাটের রতিয়াবাড়ী এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় কুমারঘাটের রতিয়াবাড়ী এলাকার বাসিন্দা অসিম দেবের সঙ্গে গত ১০ বছর আগে বিবাহ হয় ঝর্ণা দাসের৷ এর আগেও ঝর্ণার একবার বিয়ে হয়েছিল৷ স্বামী মারা যাওয়ার পর ঝর্ণা এবং অসিম পালিয়ে বিয়ে করে৷ ঝর্ণা দেবীর আগের সংসারের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে৷ তাদেরকে নিয়েই অসিমের সাথে থাকতো ঝর্ণা৷ পারিবারিক ঝামেলার ইস্যুকে কেন্দ্র করে মারধোর করতো তার স্ত্রী ঝর্ণা দাসকে৷ ছোট ছেলেমেয়েদের সামনেই স্ত্রীর উপর অমাণবিক নির্যাতন চালাতো স্বামী অসিম দেব এই কথা জানায় মৃতার মেয়ে৷


বুধবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ এদিন রাতে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছি ঝর্ণার ছেলে ও মেয়ে৷ সেই সুযোগে অসিম তার স্ত্রীর উপর শুরু করে দৈহিক আক্রমণ এবং মদমত্ত অবস্থার মারধোর করতে করতে হত্যা করে বলে অভিযোগ৷ সকালে খবর চাউর হতেই পারাপর্শীরা ছুটে আসে এবং ঘটনা প্রত্যক্ষ করে৷


এবিষয়ে মৃতার বাবার অভিযোগ খুন করা হয়েছে উনার মেয়েকে৷ খবর দেওয়া হয় কুমারঘাট থানায়৷ ছুটে যায় পুলিশ এবং মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুৎ দত্ত৷ এবিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া পাশাপাশি ছড়িয়েছে চাঞ্চল্য৷ এদিকে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত অসিম দেবের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *