BRAKING NEWS

উত্তর প্রদেশে পূর্ণবয়স্ক বাঘিনীকে পিটিয়ে মেরে ফেললেন একদল গ্রামবাসী, ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

পিলিভিট, ২৬ জুলাই (হি.স.) : একটি পূর্ণবয়স্ক বাঘিনীকে পিটিয়ে মেরে ফেললেন একদল গ্রামবাসী | শুধু তাই নয়, ধারাভাষ্য সহ সেই ঘটনা রেকর্ড করা হল | এটি পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন মাতাইনা গ্রামের ঘটনা | গত বুধবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে। বাঘিনীটিকে মারার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ প্রশাসন।

জানা গেছে উত্তর প্রদেশের পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন মাতাইনা গ্রামে বুধবার দুপুরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক বাঘিনী। বছর ছয়েকের ওই বাঘিনীকে বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে মারেন গ্রামের মানুষ।  আর পুরো ঘটনার ধারাভাষ্য সহ ভিডিয়ো তুলে রাখা হল মোবাইলে। গ্রামবাসীদের দাবি সকালে বাঘটি কয়েকজন গ্রামবাসীকে জখম করে। এদিকে,  খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান বনকর্মীরা। কিন্তু ততক্ষণে সব শেষ। ময়নাতদন্তের পর বাঘিনীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে ধরা পড়েছে বাঘিনীটির শরীর প্রায় সব অংশেই গুরুতর চোট ছিল।

এদিকে ওই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই বিষয়টি ভাইরাল হয়ে যায়|  ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই সমালোচনা শুরু হয়েছে। বাঘিনীটিকে মারার অভিযোগে ৩১ জন গ্রামবাসীকে চিহ্নিত করে পুলিশ তাঁদের নামে এফআইআর করেছে।

পিলিভিট ব্যাঘ্র প্রকল্পের ডিরেক্টর এইচ রাজামোহন জানিয়েছেন, বাঘিনীটির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এমনকি মারেরচোটে পাঁজরের চারটি হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পিলিভিটের জেলাশাসক বৈভব শ্রীবাস্তব।

একটি পূর্ণবয়স্ক বাঘিনীকে পিটিয়ে মারার ঘটনা গোটা দেশে এই প্রথম। এমন জঘন্য ঘটনার নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *