BRAKING NEWS

বিলোনীয়া-সাব্রুম লাইনে ত্রুটি পুনরায় সুরক্ষা পর্যবেক্ষন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ রেলের ইতিহাসে নজিরবীহিন ঘটনার সাক্ষী হল ত্রিপুরা৷ রেললাইন সুরক্ষা পর্যবেক্ষনে ত্রুটি ধরা পড়েছে৷ তাই, বিলোনীয়া-সাব্রুম লাইনে পুনরায় সুরক্ষা পর্যবেক্ষন অনুষ্ঠিত হবে৷ চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি এবার বিলোনীয়া-সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষন করবেন৷ সম্ভবত, আগস্টের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ওই লাইনে সুরক্ষা পর্যবেক্ষন অনুষ্ঠিত হবে৷


চলতি মাসের ১ জুলাই বিলোনীয়া-সাব্রুম লাইনে ৪০ কিমি রেল লাইন পর্যবেক্ষন করেন কমিশনার অব রেলওয়ে সেফটি আর কে শর্মা৷ ওই রেললাইন পর্যবেক্ষনে তিনি কোনও ত্রুটির বিষয়ে জানান নি৷ কিন্তু, রেলওয়ের বোর্ডকে দেওয়া রিপোর্টে তিনি ত্রুটি কথা জানিয়েছেন বলে সূত্রের খবর৷ তাই, বিলোনীয়া-সাব্রুম লাইনে পূনরায় সুরক্ষা পর্যবেক্ষন হবে৷


রাজ্যে এই যাবত কালের মধ্যে কোনও রেললাইনে সুরক্ষা পর্যবেক্ষনে ত্রুটি ধরা পড়েনি৷ স্বাভাবিক ভাবেই এখন এই ঘটনাকে নজীরবিহীন বলেই মনে করা হচ্ছে৷
রেলওয়ের নির্র্মন আধিকারিকদের দাবি, বৃষ্টির কারণে রেললাইনে ত্রুটি দেখা দিয়েছে৷ তাই, পূনরায় সুরক্ষা পর্যবেক্ষণে মুখ্য সুরক্ষা কমিশনার আসছেন৷ সাব্রুম পর্যন্ত রেল পৌছে গেলে রাজ্যের প্রায় সমস্ত প্রান্ত রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে৷ সাব্রুম লাইনের নির্মাণ কাজ খুব দ্রুত সম্পন্ন হয়েছে৷ সুরক্ষা পর্যবেক্ষনও যথা সময়ে অনুষ্ঠিত হয়েছে৷ ফলে, ধারনা করা হচ্ছিল স্বাধীনতা দিবসের অনুুষ্ঠানের আগেই সাব্রুম ভারতের রেল মানচিত্রে যুক্ত হয়ে যাবে৷ কিন্তু, সেই আশা এখন বাস্তবায়নে কিছুটা হোঁচট খেয়েছে বলেই মনে করা হচ্ছে৷


এক্ষেত্রে, রেলওয়ের নির্মাণ কাজে ত্রুটি বিষয়টি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মানতে চাইছে না৷ বৃষ্টির জন্যই রেললাইনে ত্রুটি দেখা দিয়েছে বলে তাঁরা দায় এড়াতে চাইছেন৷ কিন্তু, বর্ষা মরশুমে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷


মিটার গেজ থেকে ব্রজ গেজে রূপান্তরে বিশাল কর্মযজ্ঞ সাফল্যের সাথে সমাপ্ত করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ইতিপূর্বে গেজ পরিবর্তনে বিরাট সমস্যাও খুব সহজে সমাধান করা হয়েছে৷ জিরানীয়া এলাকায় রেললাইন বসাতে গিয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ প্রকৌশলীদের কালঘাম ছুটেছে৷ অথচ, ওই কঠিন কাজেও সাফল্যের ছাপ রাখতে পেড়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ কিন্তু, সাব্রুমের ক্ষেত্রে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তীরে এসে তড়ি ডুবে যাওয়ার মত অবস্থা হয়েছে৷ তবে, আশা করা যাচ্ছে, চিফ কমিশনার অব রেলওয়ে সেফটির সুরক্ষা পর্যবেক্ষনে সাব্রুম লাইনে রেল চলাচলে সবুজ সংকেত মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *