BRAKING NEWS

লোকসভায় মহিলা সাংসদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য আজম খানের, ক্ষমা চাইতে বললেন স্পিকার

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) :  ফের অশালীন মন্তব্য করে বিতর্কে  সমাজবাদী পার্টির সাংসদ আজম খান। এবার লোকসভার ভিতরেই | স্পিকারের চেয়ারে বসা বিজেপি  সাংসদ রমা দেবীর উদ্দেশ্যে আজম খান বলেন, ‘আপনাকে আমার এত ভালো লাগে যে, আপনার চোখে চোখ রেখে দেখতে ইচ্ছে করে।’ যাতে হতবাক রমা দেবী | আজম খানের মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে লোকসভায়। এই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে বলেছেন স্পিকার ওম বিড়লা |    

অধিবেশন চলাকালীন এমন মন্তব্য করা যায় তা কেউ কল্পনাও করতে পারেননি। যা করলেন সমাজবাদী পার্টির সাংসদ আজম খান। বৃহস্পতিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অনুপস্থিতিতে স্পিকারের চেয়ারে বসা বিজেপির মহিলা সাংসদ রমা দেবীর উদ্দেশে অশালীন মন্তব্য করলেন উত্তরপ্রদেশের রামপুরের সাংসদ। সংসদে তখন তিন তালাক বিল নিয়ে জোর বিতর্ক চলছিল। সেই সময় আজম খান আচমকা বলে উঠলেন, ”আপনাকে আমার এত ভালো লাগে যে,  আপনার চোখে চোখ রেখে কথা বলতে বড় ইচ্ছা করে।’ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সাংসদ রমা দেবী। এভাবে সংসদে কথা বলা যায় না বলে তিনি গর্জে ওঠেন। তারপর সামলে নিয়ে আজম খান বলেন, ‘আপনি আমার বোনের মতো।’

আজম খানের মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে লোকসভায়। পরে আজম খান  ‘আপনি আমার বোনের মতো।’ বলায় আপাতত তপ্ত বাতাবরণ ঠাণ্ডা হলেও তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি উঠতে থাকে। লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদ আজম খানকে ক্ষমা চাইতে বলেন। আজম খান ক্ষমা চাওয়া তো দূরের ব্যাপার, উলটে জানান, ‘পদত্যাগ করতে পারি, যদি অসংসদীয় কথা বলে থাকি।’  
গোটা ঘটনায় দলীয় সাংসদ আজম খানের পাশে দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *