নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ চলতি বন্যায় অসমের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, মহা বিড়ম্বনার শিকার তাঁরা৷ এই সকল বন্যা-দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রতিবেশী রাজ্য ত্রিপুরার সাংসদ৷ পশ্চিম লোকসভা আসনের প্রতিমা ভৌমিক সাংসদ হিসেবে তাঁর প্রথম মাসে যে বেতন পেয়েছেন তার পুরোটাই দান করেছেন অসমের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য৷
মঙ্গলবার তাঁর প্রথম বেতন আসার পরই তিনি দিল্লিতে অবস্থিত অসম ভবনের রেসিডেনশিয়াল অফিসারকে ডেকে তাঁর সম্পূর্ণ বেতনের ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন৷ দিল্লি থেকে আজ সন্ধ্যায় এই খবর হিন্দুস্থান সমাচার-কে জানান খোদ সাংসদ ভৌমিক৷ সাংসদ প্রতিমা বলেন, তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারেন না৷ তাই তিনি সব সময় আর্তের সহায়তার জন্য এগিয়ে আসেন৷ যখন যেখানেই তাঁর চোখে পড়েছে, যে মানুষ কষ্ট পাচ্ছে তখন সাধ্যমতো সহায়তা করেছেন৷
তিনি বলেন, বন্যাপীড়িত অসমের মানুষদের দেখে তিনি সহায়তা করবেন বলে মনস্থির করেই তাঁর প্রথম মাসের পুরো বেতনের টাকা অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷ তাঁর এই সহায়তায় কয়েকজন মানুষের মুখেও হাসি ফুটবে, এই ভেবে তিনি মানসিক শান্তি পাচ্ছেন৷ আগামী দিনেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলেও জানান পশ্চিম ত্রিপুরার সাংসদ ভৌমিক৷