BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ট্রাফিক সচেতনতায় ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে সাড়া দিয়ে এবার সড়ক সুরক্ষার বিষয়ে যানবাহন, মোটর বাইক চালক-সহ পথচারিদের সচেতন করতে পথে নামলো ক্লাব৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় স্ফুলিঙ্গ ক্লাবের সদস্যরা পথচলতি সাধারণ মানুষ-সহ যান চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক সুরক্ষার বিষয়ে সচেতন করেন৷


প্রথমবারের মতো কোনও ক্লাব এ-ধরনের সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে৷ ক্লাব-এর এই কর্মসূচিতে ছিলেন রাজ্যের পরিবহণ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ-ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য তিনি ক্লাবের পরিচালন মণ্ডলি-সহ সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানান৷ সেই সঙ্গে পরিবহণ মন্ত্রী আহ্বান রাখেন, রাজ্যের অন্যান্য ক্লাব-সহ বিভিন্ন এনজিও যেন এ-ধরনের কাজে এগিয়ে আসে৷ তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব৷


মন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহাও৷ ক্লাবের সদস্য সদস্যারা ট্রাফিক আইন সম্পর্কিত প্লে-কার্ড, পোস্টার হাতে নিয়ে ও গলায় ঝুলিয়ে পথচলতি মানুষদের ট্রাফিক নিয়ম সম্পর্কিত বিষয় বুঝিয়ে বলেন৷ যাঁরা হেলমেট ছাড়া বা হেলমেট সঙ্গে থাকা সত্ত্বেও মাথায় তা পরেননি তাঁদের হেলমেট নিয়মিতভাবে পরে বাইক চালানোর আহ্বান রাখেন৷ ক্লাবের সদস্য-সদস্যাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটের সদস্যরাও৷


প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে সড়ক নিরাপত্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের সকল ক্লাবের প্রতি আহ্বান রেখেছিলেন, তারা যেন মানুষের মধ্যে ট্রাফিক সচেতনা গড়ে তুলতে কাজ করেন৷ তা-হলে রাজ্যে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *