নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করার অভিযোগে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটি দলীয় তিন কার্যকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৷ তাঁদের তিনদিনের জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছে দল৷
বিজেপি-র প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য আজ দলের দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি মানিকলাল দাস, বিলোনিয়া মণ্ডলের সদস্য ভুলন ধর এবং প্রাক্তন বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন৷
নোটিশে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ও বিভিন্ন মণ্ডলের বহু কার্যকর্তা, পদাধিকারী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের আচরণ এবং কাজকর্মে দলের ভাবমূর্তিকে ভয়ঙ্করভাবে ক্ষুণ্ণ্ করেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছেন৷ সে-ক্ষেত্রে পার্টির সংগঠনের স্বার্থে এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি রক্ষায় দলীয় শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তাঁদের তিনদিনের মধ্যে লিখিত আকারে জানাতে বলেছেন রাজীব ভট্টাচার্য৷ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতির নির্দেশেই এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি৷
প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরা জেলায়, বিশেষ করে বিলোনিয়া অঞ্চলে বিজেপিতে গোষ্ঠীকোন্দল চরম আকার ধারণ করেছে৷ তাতে, পার্টির ছবি খারাপ হচ্ছে৷ কয়েকদিন আগে বিলোনিয়ায় মনারমুখে বিজেপি-র দুই গোষ্ঠীর মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন৷ এই সমস্ত বিষয় বিজেপি শীর্ষ নেতৃত্বকে ভীষণ চিন্তায় ফেলেছে বলে মনে করা হচ্ছে৷ তবে, সমাধানের পথও খুঁজে বের করা হয়েছে বলেই মনে হচ্ছে৷ সূত্রের খবর, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে বিজেপি৷