প্রথমেই প্রতিবেশী : দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেই ভুটান যাত্রায় মোদী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্রের সঙ্গে দিল্লির সম্পর্ক এবং মোদী সরকারের ‘প্রথমে প্রতিবেশী’ নীতিকে সুদৃঢ় করতে আগস্ট মাসেই দু’দিনের ভুটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি (ইউএনজিএ) বা রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ঠিক আগেই ভুটান সফর করবেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সোমবার জানানো হয়েছে, দু-দিনের সফরে আগামী মাসে ভুটান যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই সফরে ভূটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিংয়ের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে তাঁর। 

পাঁচ বছর পর আবার ভূটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্র ভুটানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রের খবর, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার সেই সুসম্পর্ককেই আরও সুদৃঢ় করে তুলতে আগস্ট মাসে দু-দিনের ভূটান সফরে যাবেন তিনি। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে ২০১৪ সালেই জুন মাসে বিদেশ সফরে ভূটান গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর ২০১৯-এর লোকসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য সরকার গঠনের পর গত জুন মাসেই প্রথম বিদেশ সফরে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সফর করেছেন মোদী। এরপর জুন মাসেরই শেষে জাপানে জি-২০ সামিটে যোগ দিয়েছেন তিনি। তৃতীয় বিদেশ সফরে আগামী আগস্ট মাসে ভূটান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে চলেছেন নরেন্দ্র মোদী।