BRAKING NEWS

রাজ্যের পাহাড়ে শক্ত মাটিকেই অবলম্বন করতে তৎপর কংগ্রেস ও আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যের পাহাড়ে শক্ত মাটিকেই অবলম্বন করতে তৎপর কংগ্রেস ও আইপিএফটি৷ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন, কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা শুধু রাজধানী কেন্দ্রীক বজায় না রেখে গ্রাম পাহাড়েও সারা বছর রাজনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে৷ অন্যদিকে, আঞ্চলিক দল তথা শাসক জোট আইপিএফটিও চাইছে পাহাড়ে নিজেদের ভিত আরও শক্ত করতে৷ সদস্যপদ বাড়ানোর পাশাপাশি পাহাড়ে নানা সাংগঠনিক কর্মসূচী রূপায়ন করতে চাইছে৷

এদিকে, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতির পৌরহিত্যে দলীয় নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক থেকে প্রদেশ সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, দলীয় কার্যকলাপ বৃদ্ধির জন্য তিনি প্রয়েজেনীয়  পদক্ষেপ গ্রহণ করছেন৷ এসব বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠক৷ প্রদেশ সভাপতি জানান, সাংগঠনিক কার্যকলাপ নিয়ে নানাদিক থেকে নানা প্রশ্ণ উঠেছে৷ অনেকেই বলছেন কংগ্রেস দল শুধু মাত্র রাজধানী ভিত্তিক সাংগঠনিক কার্যকলাপ চালাচ্ছে৷

সেক্ষেত্রে দলীয় কার্যকলাপ গ্রাম পাহাড়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এবার একদিবসীয় কনভেনশন করা হবে জম্পুই হিলে৷ প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ প্রদেশ কংগ্রেস কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা বাড়ানো হবে৷ সাংবিধানিক নিয়মানুসারে প্রদেশ কমিটিতেও ৩৩ শতাংশ মহিলা সদস্যের সংস্থান করা হবে৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, দলীয় প্রার্থীরা প্রতি দ্বন্দ্বিতায় রয়েছেন৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণ নীতি মেনেই প্রার্থী মনোনীত করা হয়েছে

এদিকে, রবিবার বিজেপি জোট সরকারের শরিক দল আইপিএফটি-র কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ রাজধানীর খেজুরবাগান এলাকায় ভগৎ সিং যুব আবাসে হয়েছে এই বৈঠক৷ এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা রাজ্যের মৎস্য এবং রাজস্ব দফতরের মন্ত্রী এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক তথা বন এবং জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সহ-সম্পাদক মঙ্গল দেববর্মা-সহ দলের কেন্দ্রীয় কমিটির প্রায় সকল সদস্য৷

বৈঠক শুরু হওয়ার আগে দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া বলেন, মূলত তিনটি বিষয়কে সামনে রেখে বৈঠকের আহ্বান করা হয়েছে৷ এই বিষয়গুলি হল সম্প্রতি দিল্লিতে দলের প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে আগামী দিনে দলের কর্মসূচি স্থির করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, কেন্দ্রীয় কমাটির সদস্যদের কাজকর্ম ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা, তৃতীয় এবং সর্বশেষ বিষয়টি হল কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে৷ তবে এ-সব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি৷ পরবর্তী সময় বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মোবার জমাতিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *