ইউপিএসসিতে সাফল্য অর্জনকারীদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ইউপিএসসি প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের আর্থিক ভাবে সহায়তা দেওয়ার চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার৷ সে-মোতাবেক ত্রিপুরা মন্ত্রিসভায় একটি প্রকল্প অনুমোদনের জন্য আনবে শিক্ষা দফতর৷ তাতে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের ১ লক্ষ টাকা এবং মেইন পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের ২০ হাজার টাকা সাহায্যের সাথে অন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে৷ এছাড়া, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিঙে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জনে প্রতিভাশালী ৩০ জন ছাত্রছাত্রীকে বিশেষ কোচিঙের ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ সাথে মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা অন্বেষণ এবং শিক্ষামন্ত্রী গণিত প্রতিভা অন্বেষণ প্রকল্পও শুরু করতে চলেছে সরকার৷


আইএএস, আইপিএস, আইএফএস এবং আইআরএস-এর জন্য ইউপিএসসি-তে বাছাই হতে হয়৷ এ-ক্ষেত্রে ত্রিপুরা থেকে ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে একজন করে এবং ২০১৭ সালে তিনজন প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন৷ তাই এখন, ত্রিপুরা সরকার ইউপিএসসি পরীক্ষায় যাঁরা প্রিলিমিনারি এবং মেইন উত্তীর্ণ হবেন, তাঁদের আর্থিকভাবে সহায়তা দেবে৷ সূত্রের খবর, প্রিলিমিনারি উত্তীর্ণ হলে মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য ত্রিপুরা ১ লক্ষ টাকা আর্থিক সাহায়তা দেবে৷ তাছাড়া, মেইন উত্তীর্ণ হলে ইন্টারভিউ-তে অংশ নেওয়ার জন্য ২০ হাজার টাকার সাথে দিল্লিতে ত্রিপুরা ভবনে বিনামূল্যে থাকা এবং সরকারি গাড়িতে যাতায়াতের সুবিধা প্রদান করা হবে৷ এই প্রকল্পটি শীঘ্রই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আনবে রাজ্য শিক্ষা দফতর৷


এদিকে, সুপার-৩০ প্রকল্পের অধীন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিঙে প্রবেশিকা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৩০ জন প্রতিভাশালী ছাত্রছাত্রীকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা অন্বেষণ এবং শিক্ষামন্ত্রী গণিত প্রতিভা অন্বেষণ প্রকল্পের অধীন প্রতি বছর দশম শ্রেণির ১১ হাজার ছাত্রছাত্রীকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ সূত্রের খবর, বর্তমানে একাদশ শ্রেণিতে ১৫ শতাংশ ছাত্রছাত্রী বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করেন৷ ওই হার ৩০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই দুই প্রকল্প চালু করতে চলেছে সরকার, দাবি সূত্রের৷
এই সমস্ত প্রকল্পে বছরে ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয় ধরেছে শিক্ষা দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *