নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হতে চলেছেন বিশ্বভূষণ হরিচন্দন। পাশাপাশি ছত্তিশগড়ের রাজ্যপালের পদে বসানো হবে অনুসুইয়া উইকিকে। রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশিকা জারি করে এই খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে অনুসুইয়া উইকি-কে নিযুক্ত করা হল। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন।
এতদিন পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল ই এস এল নরসিংহকে অন্ধ্রপ্রদেশের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দবেন প্যাটেলকে ছত্তিশগড়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিশ্বভূষণ হরিচন্দন ওডিশার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এছাড়াও রাজ্যের আইনমন্ত্রীর দায়িত্বভারও সামলেছিলেন তিনি। এবার তাঁকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের দায়িত্বভার দেওয়া হল। অন্যদিকে অনুসুইয়া উইকি মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়ক ছিলেন। এছাড়াও ন্যাশনাল কমিশন ফর ওইম্যানের সদস্যও ছিলেন। ২০০৬ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সেই সময় বিভিন্ন সংসদীয় কমিটি সদস্যও ছিলেন।