নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের৷ একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন৷ শনিবার বিকেলে ধলাই জেলার কমলপুর মহকুমার মানিকভাণ্ডারের পুরাতন বিমানবন্দর সংলগ্ণ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, একটি ছোট প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে৷ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং এই ঘটনা দেখেন৷ তাঁরা গাড়িতে আবদ্ধ আহতদের উদ্ধারে হাত লাগান, সেই সঙ্গে খবর দেন অগ্ণিনির্বাপক দফতরের অফিসে ও কমলপুর থানায়৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি কমলপুর থেকে সালেমার দিকে যাচ্ছিল৷ গাড়িতে চালক-সহ চারজন ছিল৷ প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিমত৷ গাড়িটি দুমড়ে-মুচড়ে একাকার হয়ে গিয়েছে৷
খবর পেয়ে কমলপুর থেকে অগ্ণিনির্বাপক দফতরের একটি গাড়ি ছুটে আসে, সেই সঙ্গে আসে পুলিশও৷ আহতদের কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত তিন জনের নাম অসীম দেবনাথ, সুরজিৎ দেবনাথ ও রবীন্দ্র দেবনাথ৷ গুরুতর আহত লিটন দাসকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর আগরতলার সরকারি মেডিক্যাল কলেজ ও গোবিন্দ বল্লভপন্থ হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহত ও আহত সকলের বয়স ৩০ বছরের নীচে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

