নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.) : সংসদ চত্বরে দু-দিন ব্যাপী বিশেষ স্বচ্ছতা অভিযানে শনিবার সকাল সকাল ঝাড়ু হাতে দেখা গেল লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-কে। শনিবাসরীয় সকালে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ হিসাবে সংসদ চত্বর ঝাড়ু দিয়ে সাফ করলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী, বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ছিলেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরও।
এদিন এই “স্বচ্ছ ভারত অভিযান”-এর অংশ হিসাবে এই বিশেষ স্বচ্ছতা অভিযান সম্পর্কে স্পিকার ওম বিড়লা বলেছেন, “মহাত্মা গান্ধীর জন্মের ১৫০তম বর্ষে তাঁরই কল্পনা প্রসূত স্বচ্ছতা অভিযান মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা মালিনীও বলেছেন, “মহাত্মা গান্ধীর জন্মের ১৫০তম বছরে সংসদের স্পিকার যে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্ৰশংসনীয়। আগামী সপ্তাহে আমি মথুরা ফিরে যাব, সেখানেও এই অভিযান করব।”