নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ১৪ শতাংশ, পঞ্চায়েত সমিতি ২০ শতাংশ এবং জেলা পরিষদে ৬৯ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ সব মিলিয়ে ১৪ শতাংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য-এ কথা জানিয়েছেন৷
তিনি জানান, গ্রাম পঞ্চায়েতে ৬,১১১টি আসন রয়েছে৷ তার মধ্যে ৮৩৩টি আসনে নির্বাচন হবে৷ বাকি ৫,২৭৮টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তেমনি পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি আসন রয়েছে৷ তার মধ্যে ৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ বাকি ৩৩৭টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তিনি আরও জানান, জেলা পরিষদে ১১৬টি আসন রয়েছে৷ তার মধ্যে ৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ অবশিষ্ট ৩৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হবে৷
তাঁর কথায়, ধলাই জেলায় জেলা পরিষদে নির্বাচন হবে না৷ কারণ, ৯-টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তেমনি পঞ্চায়েত সমিতিতেও বিনা লড়াইয়ে একক আধিপত্য বিজেপির৷ সব আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তবে, গ্রাম পঞ্চায়েতে ধলাই জেলায় ৩-টি আসনে লড়াই হবে৷
এদিন রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানান, মনোনয়ন প্রত্যাহারের পর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৬,১১১ জন, সিপিএম ৩০৫ জন, সিপিআই ৪ জন, কংগ্রেস ৬১১ জন, আইপিএফটি ৩৭ জন, টিপিপি ৮ জন, সিপিআইএম (এলএল) ২ জন এবং নির্দল ৯৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তেমনি, পঞ্চায়েত সমিতিতে বিজেপি ৪১৯ জন, সিপিআইএম ৫৬ জন, সিপিআই ১ জন, কংগ্রেস ৬০ জন, আইপিএফটি ২ জন, নির্দল ২ জন, আমরা বাঙালি ২ জন এবং টিপিপি-র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তাছাড়া, জেলা পরিষদে বিজেপি ১১৬ জন, সিপিআইএম ৬৭ জন, কংগ্রেস ৬৩ জন, ফরোয়ার্ড ব্লক ১ জন, নির্দল ৬ জন, আমরা বাঙালি ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
তাতে দেখা যাচ্ছে, এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৮৬ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ অথচ গত ৩০ সেপ্ঢেম্বর ত্রিস্তরীয় পঞ্চায়েতে উপনির্বাচনে ৯৮ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল৷