পশুখাদ্য কেলেঙ্কারি মামলা : ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন লালু প্রসাদ যাদব

রাঁচি, ১২ জুলাই (হি.স.): অবশেষে স্বস্তি! দেওঘর কোষাগার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| শুক্রবার দেওঘর কোষাগার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুর জামিনের আবেদন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট| ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে লালুকে জামিন প্রদান করেছে ঝাড়খন্ড হাইকোর্ট। এছাড়াও পাসপোর্ট জমা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি-সহ চারটি মামলাতেই দোষীসাব্যস্ত লালু| বর্তমানে চিকিত্সাজনিত কারণে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এ ভর্তি রয়েছেন লালু|

গত ১৩ জুন ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব| ওই দিন লালুকে ১২ জুলাই হাইকোর্টে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অপরেশ সিং| অবশেষে শক্রবার দেওঘর কোষাগার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেযেছেন লালু প্রসাদ যাদব| প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে লালুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-ও লালুর জামিনের আবেদন খারিজ করেছিল| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *