ইসলামাবাদ, ১১ জুলাই (হি.স.): পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের কাছে প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মহিলা-সহ ১৬ জন যাত্রী| এছাড়াও ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার সকালে কোয়েটা থেকে লাহোর অভিমুখে যাচ্ছিল আকবর বুগতি এক্সপ্রেস| পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের কাছে সাদিকাবাদ তেহসিলের ওয়ালহার রেলস্টেশনের কাছে আকবর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ হয়| মেইন লাইনের পরিবর্তে ভুল করে লুপ লাইনে চলে যায় আকবর এক্সপ্রেস, সেই কারণেই আকবর বুগতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে বেলাইন হয়ে যায় আকবর এক্সপ্রেসের ৩-৪টি বগি| সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন|
রহিম ইয়ার খান-এর জেলা পুলিশ অফিসার (ডিপিও) উমর সালামাত জানিয়েছেন, আকবর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন| আহত ৬৭ জনের মধ্যে ৯ জন মহিলা ও ১১টি শিশু রয়েছে| আহতদের উদ্ধার করে জিন্নাহ এবং শেখ জায়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে|
ট্রেন দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় ইমরান খান জানিয়েছেন, ‘সাদিকাবাদে ট্রেন দুর্ঘটনার খবর শুনে দুঃখিত| মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি|’ ট্রেন দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদও| পাশাপাশি ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী| রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১.৫ মিলিয়ন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| গুরুতর আহতদের ৫০০,০০০ এবং সামান্য আহতদের ২০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে|