BRAKING NEWS

পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়নি পূর্বতন সরকার, তাই খেসারত দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ পরিকাঠামো উন্নয়নে সময়োপযোগী গুরুত্ব দেয়নি পূর্বতন সরকার৷ তাই এখন বিজেপি-আইপিএফটি জোট সরকারকে খেসারত দিতে হচ্ছে৷ বুধবার আমতলিতে ৩৩/১১ কেভি সাবস্টেশনের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই আক্ষেপ করেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ তথা উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তবে, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নে এখন ত্রিপুরা সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দাবি করেন তিনি৷


তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন রাখতে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মানুষকে যাতে দুভর্োগ পোহাতে না হয় সে লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ পরিবাহী তার, ট্রান্সফরমার সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, বিভিন্ন এলাকায় বিদ্যুতের সাবস্টেশন- গুলো চালু করা হচ্ছে৷ তাতে দ্রুত বিদ্যুৎ পরিষেবায় মানোন্নয়ন সম্ভব হবে৷


জিষ্ণু দেববর্মণ আরও বলেন, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ২৫ বছরের বাম আমলের বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামোগত মানোন্নয়নে সময়োপযোগী ব্যবস্থা না নেওয়ায় সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে৷ তাতে বর্তমান সরকারের খেসারত দিতে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি- আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর থেকেই সমস্যা সমাধানে বিদ্যুৎ নিগমের পরিকাঠামোগত মানোন্নয়নে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে৷


তাঁর কথায়, দিন দিন মানুষের জীবনযাত্রার মান বাড়ছে৷ সেই সঙ্গে বাড়িঘরে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এয়ারকুলার, টেলিভিশন, ইস্ত্রি, মোটর-সহ ইলেকট্রনিক সামগ্রীর ব্যবহারও বেড়ে চলেছে৷ পাশাপাশি, ত্রিপুরায় বিভিন্ন এলাকায় শপিংমল, ফ্ল্যাট, ছোট ও মাঝারি শিল্প কারখানা গড়ে উঠছে৷ তাতে, দিন দিন বিদ্যুতের চাহিদার বাড়ার পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার, ট্রান্সফরমারের উপর অত্যাধিক চাপ বাড়ছে৷ তিনি বলেন, বাম সরকার নিগমের পরিকাঠামো উন্নয়নে কোনও গুরুত্বই দেয়নি৷ শুধুমাত্র বামফ্রন্ট সরকারের নেতিবাচক রাজনীতির কারণে নিগমের এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে৷ যার খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে৷


বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, বাম আমলের বেহাল অবস্থায় ফেলে যাওয়া বিদ্যুৎ নিগমকে উন্নত ও আধুনিকীকরণ করতে বর্তমান সরকার বিভিন্ন বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করেছে৷ যার সুফল অতি শীঘ্রই বিদ্যুৎ ভোক্তারা উপলব্ধি করতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তাঁর দাবি, শীঘ্রই আরও বেশ কয়েকটি বিদ্যুৎ সাবস্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাথে পরিবাহী তারের পরিবর্তন ও অত্যাধুনিক ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজও চলছে৷ তাঁর মতে, বিদ্যুৎ সাবস্টেশনগুলো চালু হয়ে গেলে লোভোল্টেজের সমস্যা-সহ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে৷


এদিন উপ-মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে বিজেপি-আইপিএফটি জোট সরকার অতি দ্রুততার সাথে কাজ করছে৷ ইতিমধ্যেই সৌভাগ্য প্রকল্পে ত্রিপুরায় প্রায় দেড় লক্ষাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, ভৌগোলিক পরিস্থিতির কারণে যে-সকল এলাকায় প্রচলিত বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি সেখানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, বড় ধরনের কোনও প্রাকৃতিক দুযর্োগ না হলে বিদ্যুৎ নিগম ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পরিষেবা চালু রাখতে সক্ষম হবে৷ এ-ব্যাপারে বিদ্যুৎ নিগমকে সর্বতোভাবে সহযোগিতা করতে তিনি জনগণের প্রতিও বিশেষ আহ্বান রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *