BRAKING NEWS

আগরতলায় ফেন্সিডিল উদ্ধার এক জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ রাজধানী আগরতলায় শিববাড়ি এলাকায় একটি গুদাম থেকে প্রচুর ফেন্সিডিল উদ্ধার করেছে কাস্টমস এর আধিকারিকরা৷ ওই অভিযানে বাধা দেওয়া এবং কাস্টমস আধিকারিকদের হুমকির অপরাধে গুদাম মালিকের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷


গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ আগরতলায় শিববাড়ি এলাকায় একটি গুদামে অভিযান চালান কাস্টমস আধিকারিকরা৷ অভিযানের খবর গুদাম মালিক রতন সাহা ও বাবুল সাহা কাস্টমস আধিকারিকদের বাধা এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ৷ বাবুল সাহা কাস্টমস আধিকারিকদের ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে তার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে, পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি৷


এদিন কাস্টমস আধিকারিক সৌমদ্বীপ দাস জানান, শিববাড়ি এলাকায় বিবেকানন্দ মার্কেটে রতন সাহার গুদামে ফেন্সিডিল মজুত রাখা হয়েছে গোপন সূত্রে গতকাল রাতে খবর পেয়েছিলাম৷ এরপর আজ অন্য আধিকারিকদের নিয়ে অভিযাানে নেমে প্রায় ৭২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ তিনি জানান, অভিযান চলাকালীন তাদের বাধা দেওয়া হয়েছিল৷ এমনকি তাদেরকে মারার জন্যও প্রস্তুত হয়েছিলেন বাবুল সাহা৷ তাই, তার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *