নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুরে হিংসার ঘটনায় অভিযুক্ত নূর উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তাদের মধ্যে ১ জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে৷ এদিকে, আজ রাতে ওই হিংসার ঘটনার মূল কান্ডারি দুলু মিঞার বাড়ি জ্বালিয়ে দিয়েছে ওই ঘটনায় আক্রান্তরা৷
পুলিশ জানিয়েছে, গত রবিবার ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরে হিংসার ঘটনায় অভিযুক্তদের তল্লাসিতে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত নূর উদ্দিন বর্তমানে ধর্মনগর থানার পুলিশ লকাপে রয়েছে৷ এদিকে, আজ রাতে ওই ঘটনার পেছনে মূল কান্ডারি দুলু মিঞার বাড়ি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে৷ ধারনা করা হচ্ছে, ওই দিনের ঘটনায় আক্রান্তরা তার বাড়িতে আগুন লাগিয়েছে৷
সূূত্রের খবর দমকল বাহিনী আগুন নেভাবে যেতে পারেনি৷ কারণ, ক্ষুব্ধ জনগণ তার বাড়িতে যাওয়ার পথে দমকল বাহিনীকে আটকে দিয়েছে৷ সৌভাগ্য বশত অগ্ণিকান্ডে কেউ আহত হননি৷ কারণ, রবিবারের ঘটনায় পর থেকে দুলু মিঞা গা ঢাকা দিয়েছেন৷ পাশাপাশি তার পরিবারের সদস্যরাও অন্যত্র চলে গেছেন৷ তাই পুরো বাড়িটি ভস্মিভূত হলেও কেউ আহত হননি৷
এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও থমথমে হয়ে উঠেছে৷ প্রতিঘাতের আশঙ্কা করছে পুলিশ৷ তাই সম্ভাব্যস্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ শুধু তাই নয়, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন৷