নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ স্ক্রুটিনিতে ১ জন প্রার্থীরও মনোনয়ন বাতিল না হলে সম্ভবত গ্রাম পঞ্চায়েতে ৫৩৮৪টি আসনে, পঞ্চায়েত সমিতিতে ৩৪৫টি আসনে এবং জিলা পরিষদে ৩৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয় নিশ্চিত৷ এই নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতে সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে মোট ৮৪০৫ টি মনোনয়ন জমা পড়েছে৷ মঙ্গলবার সমস্ত মননোয়ন পত্র স্ক্রুটিনি করা হবে৷
রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েতে বিজেপির ৬৬৬৩টি মনোনয়ন জমা পড়েছে৷ তারমধ্যে গ্রাম পঞ্চায়েতে ৬১২৭টি, পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি এবং জিলা পরিষদে ১১৭টি মনোনয়ন জমা পড়েছে৷
এদিকে, বিরোধী দল সিপিএম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৫৯৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ সিপিএম গ্রাম পঞ্চায়েতে ৪০৮টি এবং পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদ মিলিয়ে ৯৩টি আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ বামফ্রন্টের শরিক সিপিআই ৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৪টি এবং পঞ্চায়েত সমিতিতে ২ টি আসন রয়েছে৷
বিধানসভার ফলাফলের নিরীখে প্রধান বিরোধীদল সিপিএম হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম’র থেকেও বেশি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮৮২টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ তার মধ্যে, গ্রাম পঞ্চায়েতে ৭২৭টি, পঞ্চায়েত সমিতিতে ৭৪টি এবং জিলা পরিষদে ৮১টি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷
শাসক জোট আইপিএফটিও ত্রিস্তর পঞ্চায়েত নির্র্বাচনে ৫০টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ আজ সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা সাফ জানিয়েছেন, তারা জিলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না৷ তবে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কিছু আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৪৮টি এবং পঞ্চায়েত সমিতিতে আইপিএফটি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷
এদিন তিনি আরও জানান, ২১০ জন নির্দল প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন৷ তাদের মধ্যে ১৭৪ জন গ্রাম পঞ্চায়েতে, ২২ জন পঞ্চায়েত সমিতিতে এবং ৭ জন জিলা পরিষদে নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন৷