নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১১০টি জায়গায় মঙ্গলবার তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দুর্নীতি, বেআইনি অস্ত্র ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কাজের অভিযোগে ৩০টি নতুন ও পৃথক মামলার তদন্তে নেমে এই তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দু’টি বড় অভিযান চালাল সিবিআই।
এদিন দেশ জুড়ে এই ১১০টি জায়গার মধ্যে অনেক জায়গাতেই এখনও চলছে তল্লাশি অভিযান। এর আগে গত মঙ্গলবার ব্যাংক জালিয়াতি মামলায় দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের বড়সড় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঠিক এক সপ্তাহের মাথায় এদিন ফের দেশব্যাপী তল্লাশি অভিযান চলল সিবিআই-এর।