আগরতলা শহরকে জঞ্জালমুক্ত রাখার জন্য এক মাসের সময় দিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ এখন থেকে আগরতলা শহরের জঞ্জাল পরিষ্কার করার কাজ প্রতিদিন ভোর চারটা থেকে শুরু করে সকাল ১০টার মধ্যে শেষ করতে হবে৷ সর্বাবস্থায় অফিস টাইমের আগে জঞ্জাল পরিষ্কার করার কাজ শেষ করতে হবে৷ এখনও দেখা যায়, বেলা দুটো, এমন-কি সারাদিনই জঞ্জালবাহী ডাম্পার আগরতলা শহরে ঘোরাফেরা করছে, তা আর চলবে না, বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ আজ তিনি তাঁর নির্বাচনী এলাকা বনমালীপুরের অন্তর্গত মহারাজগঞ্জ বাজার পরিদর্শন করে এই নির্দেশ দিয়েছেন৷


রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ত ও বড় বাজার মহারাজগঞ্জে৷ এর বিভিন্ন রাস্তা ও রাস্তার পাশের নালা জঞ্জালে পরিপূর্ণ৷ এলাকাবাসীর অভিযোগ, আগরতলা পুরনিগমের সাফাই কর্মীরা প্রতিদিন এলাকা পরিষ্কার করেন না৷ রাস্তার পাশে ছয় ফুট গভীর নালাগুলি আবর্জনায় ভরে আছে৷ তাই সামান্য বৃষ্টি হলে নোংরা জল রাস্তার উপর দিয়ে যায়, এমন-কি নাগরিকদের বাড়িঘরে ঢুকে এ-সব নর্দামা জল৷ এই অভিযোগের ভিত্তিতে এলাকা সরেজমিনে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক৷ তিনি এই অবস্থা দেখে ক্ষোভ ব্যক্ত করেন৷ পাশাপাশি তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নানা সমস্যাবলির বিষয়ে জেনে নেন৷


পরিদর্শন শেষে তাঁর সঙ্গী সরকারি অফিসারদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এক মাসের মধ্যে এই অবস্থার পরিবর্তন করতে হবে৷ এক মাস পর তিনি ফের এলাকা পরিদর্শনে যাবেন৷ তখন যদি দেখেন যে অবস্থার উন্নতি হয়নি, তবে তিনি কঠোর পদক্ষেপ নেবেন এই সকল কাজে নিয়োজিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, সাফ জানান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি আরও বলেন, অনেক মানুষ সরকারি জায়গা-সহ ড্রেন দখল করে রেখেছেন৷ এগুলিকেও দখলমুক্ত করা হবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানান, স্মার্টসিটি মিশনে আগরতলাকে স্বচ্ছ করা হবে৷ কিন্তু তার জন্য সময় লাগবে৷ তাই বলে এখন শহরকে দূষিত করে রাখা হবে, তা চলবে না৷ পুরনিগমের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত অফিসার, সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে৷ নিজের কাজ সঠিকভাবে করতে হবে৷ যদি কাউকে কাজে গাফিলতি করতে দেখা যায় তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তিনি৷ আজ সোমবার তিনি শহরের মহারাজগঞ্জ বাজারের প্রায় দুই কিমি রাস্তা পায়ে হেঁটে ঘুরে দেখেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *