BRAKING NEWS

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ শ্লীলতাহানির অভিযোগে এক যুবক গেপ্তার৷ ফারুক রহমান নামে অভিযুক্তকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গেপ্তার করলো রাধা কিশোরপুর মহিলা থানার পুলিশ৷

ঘটনার বিবরণে জানা বৃহস্পতিবার রথের দিন উদয়পুরের সাঁতারিয়ার বাসিন্দা ফারুক রহমান রথের মেলার দিন মেলাঘর থেকে তার ওই পরিচিত জনৈক এক মহিলাকে বাড়িতে নামিয়ে দেবার নাম করে গাড়িতে ওঠায় তার পর উদয়পুর টেপানিয়া সংলগ্ণ শালবাগান এলাকায় আসতেই মহিলার সাথে গাড়ির মধ্যে জবরদস্তি করতে থাকে এইমন সময় উদয়পুর মহিলা থানার ওসি সোভা তেল্লি পুলিশের মোবাইল পেট্রোলিং করার সময় পুলিশের নজরে আসলে পুলিশ ওই মহিলাকে রক্ষা করতে সক্ষম হয়৷ আর পুলিশ আসতে দেখে ওই গাড়ি চালক ফারুক রহমান পালিয়ে যায়৷ শ্লীলতাহানির অভিযোগ মহিলা থানায় মামলা দায়ের করার ২৪ ঘন্টার ভিতর মহিলা থানার ওসি সোভা তেল্লি অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *