BRAKING NEWS

দ্বিতীয় বিয়ে করার স্বামীর বিরুদ্ধে থানার দ্বারস্থ প্রথমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ প্রথমাকে রেখে দ্বিতীয় বিয়ে করল স্বামী৷ প্রথম স্ত্রী থানার দ্বারস্থ৷ ২০১৩ সালে কুলাই বাসুদেব পাড়ার সঞ্চিতা দেবকে মধ্য কচুছড়ার বাসিন্দা সুনীল দাস ভালোবেসে বিয়ে করেছিল৷ বিয়ের কিছু দিন ভালো কাটলেও তারপর থেকেই সংসারে অশান্তি লেগে থাকে৷ সুনীল প্রায় সময়ই তার স্ত্রীকে মারধোর করতো৷ অশান্তি সহ্য করতে না পেরে সুনীল কে ছেড়ে বাপের বাড়ি চলে আসে সঞ্চিতা৷ বিগত এক বছর ধরে তারা আলাদাভাবে রয়েছে৷

এই লম্পট সুনীলের বিরুদ্ধে আগে আরো দুইটি মামলা করেছিল সঞ্চিতার পরিবার৷ গত ৫ জুলাই সুনীল দাস তার প্রথম স্ত্রীকে রেখে আরেকটি বিয়ে করে৷ এই খবর গৃহবধূ জানতে পেরে প্রথমে আমবাসা থানার দ্বারস্থ হয়৷ কিন্তু থানা থেকে কোন সদুত্তর না পাওয়ায়, রবিবার বিকেলে কচুছড়া থানায় লিখিতভাবে মামলা করে তার স্বামীর বিরুদ্ধে৷ জানা যায় এই লম্পট সুনীলের বিরুদ্ধে আগে আরো কয়েকটি প্রতারণার মামলা রয়েছে৷

এক সাক্ষাৎকারে সঞ্চিতা জানায় বিগত এক বছর ধরে তারা আলাদা৷ তাদের একটি ছেলে সন্তান রয়েছে, কিন্তু তাদের কে ঠকিয়ে তার স্বামী সুনীল দাস আরেকটি বিয়ে করেছে৷ এই বিষয়ে আমবাসা ও কচুছড়া থানায় মামলা করলেও পুলিশের ভূমিকা নীরব, নিরিহ এই গৃহবধূর পাশে কেউ দাঁড়াচ্ছে না৷ জানা গেছে দীর্ঘদিন ধরেই লম্পট সুনীল দাস মানুষকে বিভিন্নভাবে প্রতারণায় ফেলছে৷ তার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার মামলা রয়েছে থানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *