নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ জুলাই৷৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুহুর্তে উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ২৪ পরিবারের ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে৷ বৃহস্পতিবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ফটিকরায়ের রাধানগর গ্রাম পঞ্চায়েত৷ এর রেশ গড়ায় রাত পর্যন্ত৷ ঘটনায় আহত হয় দুজন৷
ঘটনার বিবরণে প্রকাশ রাধানগর গাওসভার ১ এবং ২ নং ওয়ার্ডের মোট ২৮ জন ভোটারের নাম ভোটার তালিকায় নেই৷ বাদ পড়া ভোটাররা কংগ্রেস সমর্থক বলে জানা গেছে৷ তা দেখে বেশ কয়েকজন ভোটার বুধবার রাধানগর পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত সচিবের সাথে সাক্ষাৎ করে৷ এক পর্যায়ে তারা ঘেরাও করে রাখেন পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদেরও৷ এই খবর জানতে পেরে এলাকায় কিছু সংখ্যক বিজেপি আশ্রিত দুষৃকতি পঞ্চায়েতে গিয়ে ভোটারদের উপর আক্রমণ করে বলে অভিযোগ৷
শুরু পাল্টা আক্রমণ৷ দুই দলের সংঘর্ষে নষ্ট হয় পঞ্চায়েতের সামগ্রী৷ আহত হয় দু দলের দুই কর্মী সমর্থক৷ নিগ্রিহীত করা হয় পঞ্চায়েত সচিবকেও৷ খবর পেয়ে ছুটে যান কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিকেরা নেতৃত্ব ফটিকরায় থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠি চার্জ করে পুলিশ ও টিএসআর৷
এ বিষয়ে বলতে গিয়ে আক্রান্ত কংগ্রেস কর্মী জানান- অন্যদিকে বিজেপির তরফে ঘটনার দায় চাপানো হয়েছে কংগ্রেসের ঘাড়ে৷ এবিষয়ে এক বিজেপি কর্মী জানান কিছু সংখ্যক উপজাতি ভোটার এডিসি নির্বাচনে এডিসিতে ভোট দেয় এবং সাধারণ নির্বাচনের সময়ও ভোটাধিকার প্রয়োগ করে৷ কিছু ভোটারের দুই জায়গাতেই নাম থাকার ফলে তা সংশোধন করতে কিছু নাম বাদ দেওয়া হয়েছে৷ এক কথায় ভোটারদের নাম বাদ পড়ার ঘটনাটি বিজেপি কর্মী নিজ মুখেই স্বীকার করলেন৷ তবে কি বিরোধী দল বলেই এই অজুহাত দেখিয়ে নির্বাচনের আগে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে উঠছে প্রশ্ণ৷ অন্যদিকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরাও ধোয়া তুলসি পাতা নয়৷ এদিন সংবাদ মাধ্যমের কর্মীরা বিজেপি কর্মীদের কাছ থেকে ঘটনার সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদ প্রতিনিধিদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরার সময় কংগ্রেসের দুষৃকতিরা ফের আক্রমণ চালায়৷ বিজেপির ঐ কর্মীকে এমনকি জুতো পেটাও করে৷ উনাকে আক্রমণের কথা স্বীকার করেছেন বিজেপি কর্মী নিজেই৷
এদিন কংগ্রেস আশ্রিত সমাজদ্রোহীদের অভব্য আচরনের শিকার হতে হয় সংবাদ মাধ্যমের কর্মীদেরও৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমারঘাট ব্লকের বিডিও মিঠুন দাস চৌধুরী এবং বৈঠক করেন পঞ্চায়েত সচিব সহ বিজেপি ও কংগ্রেস কর্মীদের নিয়ে৷ অবশেষে বিডিওর আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি৷ এদিকে এদিন পুলিশ এবং দু দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না হলে আরও বড় কোন অঘটন দেখানে ঘটার আশঙ্কা ছিল৷ এক কথায় বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম ফটিকরায়ের রাধানগর পঞ্চায়েত৷ রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে রাধানগরবাসীর মধ্যে৷