নতুন বাজেট পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি : অধীর

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.) : নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নতুন ও পূর্ণাঙ্গ বাজেটে উঠে এসেছে আর্থিক বৃদ্ধির কথা। শুক্রবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটে বেড়েছে সোনা-পেট্রল-ডিজেলের দাম। মধ্যবিত্তের আয়কর কাঠামো অপরিবর্তিত থাকছে। পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি বলে সংসদে এই বাজেটের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর প্রতিক্রিয়ায়, “নতুন কিছুই নেই। নতুন বাজেট পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তিই হয়েছে।”

২০১৯-২০ অর্থবর্ষের এই পূর্ণাঙ্গ বাজের পেশ শেষে লোকসভায় কংগ্রেসের প্রথম সারির নেতা অধীর চৌধুরী জানালেন, “নতুন ভারত গঠনের কথা বললেও বাজেটে সেই পুরোনো প্রতিশ্রুতিরই পুনরাবৃত্তি ঘটেছে।” তিনি আরও বলেন, “এই বাজেটে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের কোনও পরিকল্পনা নেই। কোনও নতুন উদ্যোগ নেই বাজেটে।” প্রসঙ্গত, দীর্ঘ ৪৯ বছর পর ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করলেন মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১৯৭০ সালে বাজেট পেশ করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই শেষ, ২০১৯-এর আগে কোনও মহিলা অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে দেখেনি ভারতবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *