BRAKING NEWS

শিক্ষিকার মারে গুরুতর প্রথম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ শিক্ষিকার মারে প্রথম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়েছে৷ তাতে, অভিভাবকরার বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷


আজ আগরতলায় অরুন্ধুতিনগরস্থিত সেন্ট পলস বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র শ্রীজিৎ সরকারকে তার শিক্ষিকা সুস্মিতা বণিক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে৷ এ-বিষয়ে শ্রীজিতের মা বলেন, ক্লাসে দুষ্টুমি সব ছাত্রছাত্রীরাই করে থাকে৷ কিন্তু, নির্দয়ের মতো মারধর কোনভাবেই কাম্য নয়৷ তিনি বলেন, বিদ্যালয়ে আজ তার ছেলে শ্রীজিৎ সরকারকে শিক্ষিকা সুস্মিতা বণিক প্রচন্ড মারধর করেছেন৷ তাতে, শ্রীজিতের কানে রক্ত জমে গিয়েছে৷


এই ঘটনায় অন্যান্য অভিভাবকরা মিলে শিক্ষিকার বিরুদ্ধে নালিশ জানাতে গেলে তাঁদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ শ্রীজিতের মা বলেন, প্রথমে অভিভাবকদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি৷ মূল ফটক বন্ধ করে দেন নিরাপত্তা কর্মী৷ কিন্তু, গেইটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করার ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ গেইট খুলে দিতে বাধ্য হন৷ তিনি জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রথমে মারধর ঘটনা অস্বীকার করেন৷ কিন্তু, অন্য অভিভাবকদের উপস্থিতি শ্রীজিতের কানে আঘাতের চিহ্ণ দেখানোর পর তিনি বিষয়টি মেনে নেন৷ শ্রীজিতের মা জানান, পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় থেকে পালিয়ে যান শিক্ষিকা৷ কিন্তু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ওই ঘটনায় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *