BRAKING NEWS

বিএসএফের ফায়ারিং রেঞ্জ তৈরীর সিদ্ধান্তের প্রতিবাদে এসডিএমকে স্মারক এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ রাজ্য সরকার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ তৈরি করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা তীব্র বিরোধিতা করেছে ওই এলাকার জনজাতি অংশের মানুষজন৷ এলাকাবাসীর তরফ থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার দাবিতে বুধবার কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ রাজ্য সরকার কাঞ্চনপুর মহকুমা দশদা আরডি ব্লকের মনু ছৈলেংটা এডিসি ভিলেজ এলাকায় বিএসএফ’র একটি ফায়ারিং রেঞ্জ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

এজন্য জমি চিহ্ণিত করে প্রশাসনিক প্রক্রিয়াও শুরু করা হয়েছে৷ কিন্তু ওইসব এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষজন সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করতে পারছেন না৷ ওই এলাকায় বিএসএফ’র ফায়ারিং রেঞ্জ স্থাপন করা হলে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী লোকজন সেখান থেকে উচ্ছেদ হবেন৷ তারা তাদের রুটিরুজির প্রশ্ণে আরও জটিল সমস্যার সম্মুখীন হবেন৷ তিন হাজারেরও বেশি পরিবার জীবন-জীবিকা নিয়ে রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন৷

সে কারণেই সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ওইসব এলাকায় বসবাসকারী অংশের মানুষজন৷ এ বিষয়ে বুধবার কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষ্যে এক মিছিলও সংগঠিত করা হয়৷ মিছিল শেষে এসডিএম অফিসে এসডিএম’র অনুপস্থিতিতে ডিসিএম’র কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ অবিলম্বে ওই এলাকায় বিএসএফ ফায়ারিং রেঞ্জ তৈরির সিদ্ধান্ত বাতিল করে জনজাতি অংশের মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করা ব্যবস্থা করা না হলে তারা ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ আজকের ডেপুটেশনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ রিয়াং, প্রেম কুমার রিয়াং, শান্তিরঞ্জন রিয়াং প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *