BRAKING NEWS

কর্ণাটকের চিন্তামণিতে অটো-রিক্সা ও বাসের সংঘর্ষে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ২০

চিন্তামণি (কর্ণাটক), ৩ জুলাই (হি.স.): কর্ণাটকের চিন্তামণিতে অটো-রিক্সা এবং বাসের সংঘর্ষে অকালেই প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী| বুধবার  দুর্ঘটনাটি কর্ণাটকের চিক্কাবল্লাপুরা জেলার চিন্তামণি তালুকের মুরাগামাল্লা গ্রামের কাছে। বুধবার মুরাগামাল্লা গ্রামের কাছে অটো-রিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষের জেরে অটো-রিক্সাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও| গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২০ জন চিন্তামণি এবং কোলারের হাসপাতালে চিকিত্সাধীন|

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার চিন্তামণি তালুকের মুরাগামাল্লা গ্রামের কাছে অটো-রিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই অটো-রিক্সার যাত্রী| আহত হয়েছেন বাসের যাত্রীরাও| পুলিশ সূত্রের খবর, সম্ভবত বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিক্সায় ধাক্কা মারে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| পুলিশের তরফে জানানো হয়েছে, বেসরকারি সংস্থার বাসটি চিক্কাবল্লাপুরার অভিমুখে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা অটো-রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *