পঞ্চায়েত ভোট : মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ মঙ্গলবার পশ্চিম জেলার বর্তমান সভাধীপতি সহ ছয় জন জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ পাঁচটি পঞ্চায়েত সমিতির আসনেও মনোনয়ন পত্র জমা দেওয়া হবে৷ গ্রাম পঞ্চায়েতেও লড়বে সিপিআইএম৷ এজন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়েছে৷


আগামী ২৭শে জুলাই ত্রিস্তব পঞ্চায়েত নির্বাচন রাজ্যের শাসক দল বিজেপি সবক’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের প্রার্থীদের নাম ধাম ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ প্রধান বিরোধীদল সিপিআইএম কিছুটা বিলম্ব হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন৷ মঙ্গলবার সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সাংবাদিক সম্মেলনে জানান প্রথম ধাপে পশ্চিম জেলার পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু করেছেন দলীয় প্রার্থীরা৷ পশ্চিম জেলার জেলা সভাধীপতি দীপিল দাস সহ ছয় জন মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসক অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷

এর মধ্যে দুজন মহিলাও রয়েছেন৷ রাজ্যের অন্যান্য স্থানেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাসক দল৷
এ প্রসঙ্গে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক৷ এবিষয়ে তিনি বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করেছেন৷ ভয়মুক্ত পরিবেশ তৈরি হলে সিপিআইএম প্রার্থীরা জয় নিশ্চিত করতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *