BRAKING NEWS

অল্টো ও অটোর সংঘর্ষে কুর্তিতে গুরুতর জখম চার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ জুলাই৷৷ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তরের মধ্য রাজনগর এলাকায় তীব্র উত্তেজনা৷ মারুতি অল্টো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ অটো যাত্রী৷ ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি মধ্য রাজনগর এলাকায় মারুতি অল্টো এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷

মুখোমুখি সংঘর্ষে অল্প বিস্তর উভয় গাড়ির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীবাহী অটোতে থাকা চালকসহ চারজন বেশ কিছুটা আঘাত প্রাপ্ত হন৷ আঘাতপ্রাপ্ত চারজন হলেন অটোচালক তথা অটো গাড়ির মালিক উত্তম দেব, উনার স্ত্রী ও একটি ছোট ছেলে৷ পাশাপাশি অটোতে থাকা কুর্তি গ্রামপঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী হৃদয় দেবও বেশকিছুটা আঘাত প্রাপ্ত হন৷তবে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর মারুতি অলটো গাড়ি থেকে চালক সহ অন্যান্য যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷

তাই স্থানীয়দের সন্দেহ উল্টো গাড়ি বেপরোয়াভাবে এসে অটো গাড়ি কে সজোরে ধাক্কা মেরেছে৷ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার এস আই বিনোদ দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মারুতি অল্টো ও যাত্রীবাহী অটোটিকে কদমতলা থানায় নিয়ে এসেছে৷ অপরদিকে কদমতলা থানার এসআই বিনোদ দেববর্মা জানান, উনারা ঘটনাটি সুষ্ঠু ভাবে তদন্ত করে দেখছেন৷আঘাত প্রাপ্ত চারজন অটো যাত্রী কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হওয়ার পর চিকিৎসক উনাদেরকে আজ বাড়িতে পাঠিয়ে দেন৷ তবে পঞ্চায়েত নির্বাচনের পাক মুহূর্তে এভাবে বিজেপি দলের মনোনীত প্রার্থীর গাড়িতে দুর্ঘটনা সংঘটিত হওয়াতে গোটা কুর্তি এলাকা জুড়ে এক চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *