BRAKING NEWS

অপ্রত্যাশিত, কার ছেলে সেটা বড় কথা নয় : নাম না করে আকাশ বিজয়বর্গীয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নয়াদিলি, ২ জুলাই (হি.স.): ইন্দোরে বিধায়ক ও পৌর-প্রতিনিধিকে ব্যাট দিয়ে মারধর করার ঘটনায় কৈলাস পুত্রের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করে মঙ্গলবার মোদী বলেন, “কার ছেলে সেটা বড় কথা নয়। দুর্ব্যবহার করে দলের নাম খারাপ করলে কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না।” এদিন রাজধানী দিল্লির পার্লামেন্ট লাইব্রেরি বিল্ডিংয়ে বিজেপির সংসদীয় দলের বৈঠক থেকে নাম না করেই এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি এদিন জানিয়েছেন, “প্রধানমন্ত্রী বলেছেন কারও দুর্ব্যবহারে যদি দলের মাথা হেঁট হয় তা বরদাস্ত করা হবে না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।” 

উল্লেখ্য, ইন্দোরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে গত ২৬ জুন কৈলাশ বিজয়বর্গীয়র পুত্র আকাশ বিজয়বর্গীয়র বিধানসভা এলাকাতে অভিযান চালায় স্থানীয় পুরসভা। আসন্ন বর্ষার কথা মাথায় রেখেই এলাকার এক বিপজ্জনক বাড়ি ভাঙার উদ্যোগ নিয়েছিল পুরসভা। সেই অভিযান ঘিরে পুর-আধিকারিকদের সঙ্গে বাদানুবাদের পর এক পুরকর্মীকে ব্যাট দিয়ে পেটান ইন্দোর-৩ কেন্দ্রের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় হয় রাজনৈতিক মহল। প্রথম থেকেই যদিও ছেলের পাশেই দাঁড়িয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তিন দিন হাজতবাসের পর শনিবারই জামিনে মুক্ত হয়েছেন আকাশ। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আজ দলের সকল সদস্যদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়, সে যিনি-ই করুন না কেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *