BRAKING NEWS

অফার প্রাপ্ত বেকার সংস্থার বৈঠকে বিভিন্ন দাবী গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রবিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে ১৯৯২-৯৩ সালের শিক্ষা দপ্তরে অফার প্রাপ্ত বেকারদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত বেকার সংস্থার উদ্যোগে এই বৈঠকের ডাক দেওয়া হয়৷ উল্লেখ্য ১৯৯২-৯৩ সালে তৎকালীন জোট সরকারের দেওয়া অফারগুলি বামফ্রন্ট সরকার বাতিল করে দিয়েছিল৷ দীর্ঘ ২৫ বছর পর সরকার পরিবর্তনের পর অফার প্রাপ্ত এই বেকারদের এখনও ভাগ্যের চাকা ঘুরেনি৷ এক বছরের বেশী সময় ধরে নীরব আন্দোলন করেও কোনও আশার আলো দেখনি তারা৷ দেড় বছর ধরে এই ধরনের বৈঠক করা হচ্ছে৷

অন্য চাকুরীর রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল৷ নীরব আন্দোলন করে সরকারের সমস্ত মন্ত্রী- বিধায়ক ও সাংসদদের এই বিষয়ে অবগত করা হয়েছে৷ দীর্ঘ ২৬ বছর পর তাদের সময় উত্তীর্ণ হয়ে গেছে৷ এই অবস্থায় দাড়িয়ে সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চান এই সমস্ত অফার বঞ্চিত পরিবারের জন্য কিছু একটা ভাবুক৷ যারা কিনা দীর্ঘ ২৬ বছর যাবৎ বসে আছে৷ আলোচনার মাধ্যমে এর রাস্তা বের করার দাবী জানান৷ মোট ৩ দফা দাবী এই বৈঠক থেকে গৃহীত হয়৷ এর মধ্যে রয়েছে যাদের বয়স উত্তীর্ণ তাদের পরিবারের কথা বিবেচনা করে আর্থিক ভাবে সাবলম্বী হতে সাহায্য করা , বয়স যাদের আছে তাদের চাকুরী প্রদান এবং যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা৷ এই বিষয় গুলি জানান ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত বেকার সংস্থার সভাপতি হীরক ভৌমিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *