BRAKING NEWS

শিশুকন্যা ধর্ষিতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার বকবকি দাস টিলায় এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার সঙ্গে জড়িতকে এক মাস পরও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ৷ তাতে পুলিশের ভূমিকা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্র্ণলী গোস্বামী ঘটনা সম্পর্কে খোজখবর নিতে রবিববার শিশুটির বাড়িতে যান৷ গত ৩০ মে কদমতলা থানার বকবকি দাস টিলার ৮ বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণের চেষ্টা করে ৫৫ বছর বয়সি রঞ্জিত দাস৷ তার বাড়ি টুলগাঁও৷ ৮ বছরের শিশুকন্যাটি ওই নরপিশাচের কবল থেকে বাঁচার জন্য তাকে লাথি মেরে চিৎকার করেছিল৷

শিশুকন্যার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজনরা ছুটে আসেন৷ শিশুকন্যাটিকে তারা কোনওক্রমে রক্ষা করেন৷ অপরদিকে নরপিশাচ রঞ্জিত দাস পালিয়ে যায়৷ এব্যাপারে শিশুকন্যার পরিবারের তরফে কদমতলা থানায় অভিযুক্তের নাম উল্লেখ্য করে কদমতলা থানায় মামলা করা হয়৷ এক মাস অতিক্রান্ত হওয়া পরও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷ পুলিশের এহেন ব্যর্থনায় স্থানীয় মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বিষয়টি রাজ্য মহিলা কমিশনের নজরে আনা হয়৷

মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী রবিবার শিশুকন্যার বাড়িতে গিয়ে ঘটনার খোজখবর নেন৷ তিনি পরিবারের লোকজনদের আশ্বস্ত করেন অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *