নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের ছ’মাসের জন্য বাড়তে চলেছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। সংসদের নিম্নকক্ষ লোকসভায় গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছ’মাস বৃদ্ধির জন্য প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই প্রস্তাব অনুমোদিত হয়েছে সপ্তদশ লোকসভায়। লোকসভায় অনুমোদিত হওয়ার পর, সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছ’মাস বৃদ্ধির জন্য প্রস্তাব এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২ জুলাই জম্মু ও কাশ্মীরে সমাপ্ত হচ্ছে রাষ্ট্রপতি শাসন। তার আগে ১ জুলাই, সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধির প্রস্তাব এনেছি আমি।” এদিনই রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০১৯ পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাজবাদী পার্টি, সর্বভারতীয় তৃণমূলের পর এবার এই বিলকে সমর্থন করতে চলেছে বিজু জনতা দল (বিজেডি)-ও।
প্রসঙ্গত, গত ২৮ জুনই সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০১৯। শুক্রবার লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও এদিন লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এই বিল পাশও হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “এই বিল কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, মূলত আন্তর্জাতিক সীমান্ত বরাবর বসবাসকারী মানুষদের জন্য।” জম্মু ও কাশ্মীরে আরও ছ’মাসের জন্য রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি এখন শুধুই সময়ের অপেক্ষা। সমাজবাদী পার্টি (সপা)-র সাংসদ রাম গোপাল যাদব জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে আরও ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সমর্থন করবে সমাজবাদী পার্টি| তৃণমূল, বিজেডিও এই প্রস্তাবকে সমর্থন করবে।