জয়পুর, ৩০ জুন (হি.স.): রাজস্থান পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হল ডাঃ ভূপেন্দ্র সিং-কে। রবিবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে তাঁকে বসানোর ঘোষণা করা হয়। তিনি কপিল গর্গের স্থলাভিষিক্ত হতে চলেছেন। এদিনই কপিল গর্গের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
হরিয়ানার বাসিন্দা ১৯৮৬-র ব্যাচের এই আইপিএস আধিকারি ২০১৬ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডিল এবং ২০০২ সালে উল্লেখজনক সেবার জন্য পুলিশ মেডেলে ভূষিত হয়েছেন। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের এটিএস-এর ডিজি ছিলেন ডাঃ ভূপেন্দ্র সিং। এমবিবিএস-ডিগ্রিধারী ভূপেন্দ্র সিং কর্মজীবনের শুরুর দিকে চুরু, বারন, সওয়াইমাধোপুরের পুলিশ সুপার ছিলেন। পরবর্তী সময় সিবিআই-তে কাজ করেছেন। এর পাশাপাশি এসিবি ডিআইজি, ভারতপুরের আইজি, কারা দফতরের ডিজি পদও সামলেছিলেন তিনি। অন্যদিকে সর্দার প্যাটেল ইউনির্ভাসিটি অফ পুলিশ সিকিউরিটি অ্যাণ্ড ক্রিমিনাল জাসটিসের প্রো-ভাইস-চানন্সেলর ছিলেন। এমনকি ইংরেজি সাহিত্যে তাঁর এমএ ডিগ্রিও রয়েছে।