নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে৷ আগামী ২৭ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে আগামী ১ জুলাই৷ বুধবার বিকালে রাজ্য সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেন৷ নির্ঘন্ট অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ৮ জুলাই৷ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে ৯ জুলাই৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ জুলাই৷ ২৭ জুলাই সকাল ৭টা থেকে ভোট নেওয়া হবে এবং ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত৷ ভোট গণনা হবে ৩১ জুলাই৷ ওইদিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে৷ ৫ আগস্ট-র পূর্বে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

রাজ্য নির্বাচন কমিশনার জানান, সরকারি ছুটির দিন ছাড়া ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে৷ তাঁর কথায়, ভোট নেওয়া হবে ব্যালট পেপারের মাধ্যমে৷ গ্রাম পঞ্চায়েতের জন্য থাকবে সাদা রঙের, পঞ্চায়েত সমিতির জন্য থাকবে গোলাপী রঙের এবং জিলা পরিষদের জন্য থাকবে সবুজ রঙের ব্যালট পেপার৷
তিনি জানান, আট জেলার জেলাশাসক ও সমাহর্তারা জেলা নির্বাচন আধিকারিকের (ডিইও) দায়িত্ব পালন করার পাশাপাশি জিলা পরিষদের আসনগুলির রিটার্নিং অফিসারের দায়িত্বও পালন করবেন৷ এছাড়া, ৩৫টি ব্লকের বিডিওগণ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনগুলির রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন৷ তিনি বলেন, এই ৩৫টি ব্লক হচ্ছে যুবরাজনগর, কদমতলা, কলাছড়া, পানিসাগর, গৌরনগর, চণ্ডিপুর, কুমারঘাট, আমবাসা, সালেমা, দুর্গাচৌমুহনি, খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া, জিরানীয়া, বামুটিয়া, মোহনপুর, পুরাতন আগরতলা, ডুকলি, বিশালগড়, ব’নগর, নলছড়, কাঁঠালিয়া, মোহনভোগ, চড়িলাম, অমরপুর, কাকড়াবন, মাতাবাড়ি, তেপানিয়া, বকাফা, জোলাইবাড়ি, ঋষ্যমুখ, রাজনগর, বি সি নগর, সাতচাঁদ এবং পোয়াংবাড়ি৷
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিস্তারিত তথ্য তুলে জি কে রাও বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের ৩,৩৯২টি কেন্দ্রের ৬,১১১টি আসনের, ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪১৯টি এবং ৮টি জিলা পরিষদের ১১৬টি আসনের জন্য ভোট নেওয়া হবে৷ তিনি জানান, এবারের পঞ্চায়েত নির্বাচনে ১২,০৩,০৭০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷ তাঁদের মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬,১৬,৮৯৩ জন, মহিলা ভোটার হচ্ছেন ৫,৮৬,১৭৬ জন, অন্যান্য ১ জন৷ তিনি বলেন, সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷ তবে কোনও ভোটারই যাতে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন সে লক্ষ্যে ভোটার তালিকায় নাম থাকা কোনও ব্যক্তি বিকল্প নথি দেখিয়েও ভোট দিতে পারবেন৷
এদিন রাজ্য নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে ৬টি অতিরিক্ত সহ মোট ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে ২৬২৩টি৷ এর মধ্যে উত্তর জেলায় ৩৪৬টি, ঊনকোটি জেলায় ২৩৯টি, ধলাই জেলায় ১৬৩টি, খোয়াই জেলায় ২১৭টি, পশ্চিম জেলায় ৪৫৯টি, সিপাহীজলা জেলায় ৫২৫টি, গোমতী জেলায় ২৮৫টি এবং দক্ষিণ জেলায় ৩৮৯টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী এলাকায় আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে৷ এই আচরণবিধি সঠিকভাবে মেনে চলার জন্য রাজ্য নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রাজনৈতিক দল, ভোটার সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন৷
সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাজ্য পুলিশের আই জি পুনিত রস্তোগি জানান, নির্বাচন অবাধ ও সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন৷