বরেলি (উত্তর প্রদেশ), ২৬ জুন (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুরে বিয়েবাড়িতে যাওয়ার পথে উত্তর প্রদেশেরই বরেলিতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন উত্তরাখণ্ডের মন্ত্রী অরবিন্দ পাণ্ডে ছেলে অঙ্কুর পাণ্ডে| গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দু’জন, এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন| বুধবার ভোররাত তিনটে নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলি জেলার ফরিদপুরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কের উপর|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, প্রাইভেট গাড়িতে চেপে উত্তর প্রদেশের গোরক্ষপুর অভিমুখে যাচ্ছিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী অরবিন্দ পাণ্ডের ছেলে অঙ্কুর পাণ্ডে এবং আরও তিনজন| গোরক্ষপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা| ভোররাত তখন তিনটে হবে, ফরিদপুরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| ট্রাকের সঙ্গে জোরালো সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| ভোররাত বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়| দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে উত্তরাখণ্ডের মন্ত্রীর ছেলে-সহ চারজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে অঙ্কুর পাণ্ডে-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|