নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ কলকাতায় চিকিৎসকের উপর আক্রমণের ঘটনায় সারা দেশের সাথে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন ত্রিপুরার চিকিৎসকরাও ৷ আজ সারা রাজ্যে সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমে কর্মরত চিকিৎসকরা, নার্স এবং ফ্যাকাল্টিরা কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ৷ সাথে তাঁরা গণ-অবস্থান এবং মৌন মিছিলও সংগঠিত করেছেন ৷ তবে, রাজ্যের কোথাও কর্মবিরতি পালন করা হয়নি বলে জানিয়েছেন আইএমএ ত্রিপুরা শাখার সাধারাণ সম্পাদক ডা. সৌভিক দেববর্মা ৷

কলকাতায় চিকিৎসক আক্রান্তের ঘটনায় গোটা দেশে স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট প্রভাব পড়েছে ৷ চিকিৎসকদের সমস্ত সংগঠন কলকাতার ঘটনায় প্রতিবাদমুখি হয়েছে ৷ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আজ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ৷ তাতে ত্রিপুরাও অংশ নিয়েছে৷
আইএমএ ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক জানিয়েছেন, আজ আমরা কোথাও কর্মবিরতি পালন করিনি ৷ কিন্তু, কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছি৷ সাথে গণ-অবস্থান এবং মৌন মিছিল সংগঠিত করেছি ৷ তিনি জানান, সারা রাজ্যে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল ও নার্সিং কলেজগুলির ফ্যাকাল্টিরা এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন৷
তাঁর কথায়, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে এখন কোনও সমস্যা নেই৷ কারণ, কিছুদিন আগে আইজিএম-এ চিকিৎসক আক্রান্তের ঘটনায় ত্রিপুরা সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে৷ হাসপাতালগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় এখন প্রশাসনিক কড়া হস্তক্ষেপে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে৷
এদিন তিনি বলেন, কলকাতায় এনআরএস হাসপাতালে ডা. পরিবাহ মুখার্জির সাথে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়৷ ওই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা চিকিৎসকদের মনে বিরূপ প্রভাব ফেলেছে৷ তিনি বলেন, চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরির চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে৷ তাতে সুস্থ স্বাস্থ্য পরিষেবা কোনওভাবেই সম্ভব নয়৷ তাঁর মতে, রোগীর পাশাপাশি চিকিৎসকদের জন্যও পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত৷ তবেই পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব৷

