নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২, জুন৷৷ বোধজংনগর থানার রাধাকিশোর নগর গ্রাম পঞ্চায়েতের রাজারবান্দ এলাকায় শিবু দাস নামে এক শ্রমিককে হত্যার পক্ষকালপরও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ডেপুটেশান প্রদান করেছে আক্রান্ত ও নিহতের পরিবারের লোকজনরা৷
গত ২৫মে রাতে আরকে নগরের রাজারবান্দ এলাকার একটি বাড়িতে ঢুকে তিন যুবককে বৈধরক মারধর করে স্থানীয় কিছু লোকজন৷

তাদের মধ্যে শিবুদাস নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয়৷ অভিযুক্তদের নামধান উল্লেখ করে বোধজংনগর থানায় মামলা দায়ের করার পরও পুলিশ এখনও পর্যন্ত মামলা দায়ের করার পরও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি৷ তাতে ক্ষোভে ফুসছে আক্রান্ত ও নিহতের পরিবারের লোকজনরা৷ পক্ষকাল অতিক্রান্ত হওয়ার পরও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অপরদিকে, অভিযুক্তরা পাল্টা মামলা রুজু করেছে৷ মামলা-পাল্টা মামলা ঘিরে পুলিশ পড়েছে মহাকাঁপড়ে উভয় গোষ্টীই নিজেদেরকে শাসকদলের অনুগামী বলে দাবি করে চলেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে দুই গোষ্ঠীর মধ্যে হপ্তা আদায়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত৷ এরই জেরে এলাকায় অশান্তির পরিবেশ কায়েম হয়েছে৷
সূত্রটি জানিয়েছে, এলাকায় নেশাকারবারী ও নেশাখোরদের নিত্য তান্ডব চলেছে৷ সবকিছু জেনেশুনেও পুলিশ কার্যত কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ হপ্তাকান্ডে জড়িতরা কৌশল নিতে শুরু করেছে৷ এরই অঙ্গ হিসেবে তারা পাল্টা মামলা দায়ের করেছে৷ বণিক্য চৌমুহনী, আর কে নগর সহ পাশ্ববর্তী এলাকাগুলি সরকার পরিবর্তনের পর থেকে আরও উত্তপ্ত হয়ে উঠেছে৷ পরিস্থিতি মোকাবেলায় পুলিশের নীরব ভূমিকা ঘিরে জনমনে কৌতুহল ক্রমশ বাড়ছে৷

