নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার চড়িলাম বন দফতরের কর্মীরা প্রমোদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠ চেরাই মিল উদ্ধার করেছেন ৷ তবে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যুদের ধাওয়া খেয়ে পালাতে হয়েছে বন দফতরের কর্মীদের ৷

রাজ্যের বিভিন্ন স্থানে মূল্যবান বনজসম্পদ ধবংস করে গাছের লগ ও কাঠ পাচার অব্যাহত রেখেছে বনদস্যুরা ৷ বন দফতরের কর্মীরা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে রীতিমতো বেসামাল৷ বিভিন্ন স্থানে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বন দফতরের কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন ৷
বিশালগড়ের চড়িলাম বন দফতরের কর্মীরা গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার প্রমোদনগরের ঘন জঙ্গলে অভিযান চালাতে গিয়ে রীতিমতো তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছেন ৷ সেখানকার জঙ্গলে ছোট আকারের কাঠের মিল বসিয়ে কাঠ চেরাই করা হত ৷ বিভাগীয় কর্মীরা সেখানে হানা দিলে বনদস্যুরা কিছু লোকজন নিয়ে বন দফতরের কর্মীদের উপর আক্রমণ করে ৷ অবস্থা বেগতিক দেখে বনদফতরের কর্মীরা কোনওক্রমে বেআইনি কাঠের মিলের যন্ত্রপাতি উদ্ধার করে নিয়ে চলে আসেন ৷ এই অভিযানে নেতৃত্ব দেন বনকর্মী রাজু দেব ৷ গত ৩ মাসে চড়িলাম বন দফতরের অধীনে ১৫ লক্ষ টাকার অবৈধ বনজ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে ৷
বন দফতরের কর্মকর্তারা জানান বনদস্যুদের এধরনের অপপ্রয়াস ব্যর্থ করতে বন দফতরের কর্মীদের প্রয়াস অব্যাহত থাকবে ৷ উল্লেখ্য, রাজ্যের বনাঞ্চল থেকে মূল্যবান বনজসম্পদ ধবংস করে বনদস্যুরা প্রতিনিয়ত পাচার করে চলেছে৷