নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বেঁধেছে৷ রোগীর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ৷ তবে, হাসপাতালে পুুলিশ থাকায় পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারেনি৷
জানা গেছে, মৃতের নাম রাজু বিশ্বাস৷ বাড়ি এয়ারপোর্ট সংলগ্ণ এলাকায়৷ পারিবারিক কলহের জেরে রাজু বিশ্বাস নামে এক ব্যক্তি নিজ বাড়িতেই বিষ পান করেছিল৷ তাকে গত ৯ জুন জিবি হাসপাতালে ভর্ত্তি করা হয়৷ চিকিৎসকদের গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ মৃত ব্যক্তি পেশায় রড মিস্ত্রী বলে জানা গেছে৷