নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন ৷৷ আনারসে ভর করে ত্রিপুরায় আর্থিক সমৃদ্ধির পথ খুলে গিয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ চলতি মাসের নয় দিনেই ১৯৩ মেট্রিকটন আনারস রফতানি হয়েছে৷ তাতে চাষিরা ভীষণ উপকৃত হয়েছেন বলে দাবি বিজেপি-র৷

বিজেপি প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডা, অশোক সিনহার কথায়, জুন মাসে নয় দিনে গুয়াহাটি, কলকাতা, নয়াদিল্লি এবং বাংলাদেশে রফতানি করা হয়েছে৷ তিনি বলেন, সবচেয়ে বেশি রফতানি হয়েছে বাংলাদেশে৷ মোট ১০৬ মেট্রিকটন কুইন প্রকৃতির আনারস বাংলাদেশে রফতানি হয়েছে৷ দিল্লিতে রফতানি হয়েছে ৮০ মেট্রিক টন, কলকাতায় ২১ মেট্রিক টন এবং গুয়াহাটিতে ৫ মেট্রিক টন৷
ডা. সিনহার দাবি, আনারসকে ঘিরে বিরাট বাজার ত্রিপুরার বাইরে অপেক্ষা করছে সেই ধারণা আগে কারোর ছিল না৷ ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর কুইন এবং কিউ প্রকৃতির আনারস রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে চাষিরা উপকৃত হওয়ার পাশাপাশি রাজ্যের আর্থিক প্রবৃদ্ধির হারও বেড়ে চলেছে৷ আনারসকে ঘিরে চাষিরা স্বনির্ভর হওয়ার স্বপ্ণ দেখতে শুরু করেছেন ৷
তিনি জানান, কেন্দ্রীয় সরকারের কাছে খাদ্য প্রক্রিয়াকরণের ৫-টি প্রজেক্ট পাঠানো হয়েছে ৷ আনারসকে কেন্দ্র করে খাদ্য প্রক্রিয়ারকণ ইউনিট খোলা সম্ভব হলে কর্মসংস্থানের পথ খুলে যাবে৷ তাঁর কথায়, ত্রিপুরার বাজারে এখন আনারসের দাম বিগত দিনগুলির তুলনায় বেশি ৷ তাতে স্পষ্ট, আনারস চাষিরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন ৷

