লন্ডন, ৯ জুন (হি.স.) : মহেন্দ্র সিং ধোনির উইকেটকিপিং গ্লাভস বিতর্কের মাঝেই বিশ্বকাপের আজ রবিবাসরীয় মেগা ম্যাচে অজিদের বিরুদ্ধে মাঠে নামছে বিরাটবাহিনী৷ রবিবার লন্ডনের কেনিংটন ওভালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামছে দু’বারের বিশ্বসেরা ভারত৷
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে অনেকটাই পিছিয়ে ভারত৷ ১১বারের মধ্যে আটবারই বাজিমাত করেছে অজিরা৷ তবে শেষ পাঁচটি বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা অস্ট্রেলিয়ার বিশ্ব জয় আটকেছে৷ মোতেরায় ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ধোনির ভারত৷ শুধু তাই নয়, সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া৷ ২০১৫ বিশ্বকাপে ঘরের মাঠে পুনরাবৃত্তি ঘটিয়েছিল অস্ট্রেলিয়া৷ সেমিফাইনালে ধোনির ভারতকে হারিয়ে ২০১১ বিশ্বকাপের বদলা নিয়ে অজিবাহিনী৷ ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া খেতাবের লড়াইয়ে ‘কিউয়ি বধ’ করে বিশ্বকাপ জেতে৷ সেই সঙ্গে বিশ্বের একমাত্র দল হিসেবে পঞ্চমবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া৷
এবার অবশ্য ইংল্যান্ডে মাটিতে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ দুই দলেই নেতৃত্ব বদল হয়েছে৷ ধোনির থেকে নেতৃত্বের ব্যাটন উঠেছে বিরাট কোহলির হাতে৷ এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেললেও প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি৷ আর বল টেম্পারিং কাণ্ডের জেরে বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের ব্যাটন উঠেছে অ্যারন ফিঞ্চের হাতে৷
সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত৷ কোহলির নেতৃত্বে টাইটানিকের শহরে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া৷ বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং তিন বিভাগেই প্রোটিয়াদের টেক্কা দিয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা৷ প্রথমে বুমরাহ-চাহালের দুরন্ত বোলিংয়ে ২২৭ রানে প্রোটিয়াদের বেঁধে রাখার পর রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরিতে ছ’ উইকেটে ম্যাচ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং৷
রবিবার অজিদের বিরুদ্ধে অবশ্য সেনা-চিহ্ন গ্লাভসে উইকেটকিপিং করা হবে না ধোনির৷ আইসিসি’র জি-১ ধারায় (পার্সোনাল মেসেজ) লঙ্ঘন করায় ধোনিকে ‘বলিদান’ ব্যাজ আঁকা গ্লাভস পরে মাঠে নামতে দেওয়া যাবে না বলে আইসিসি-র তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়৷ হ্যাম্পশায়ার বোলে দক্ষিণ আফ্রিজার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতীক অর্থাৎ ‘ফ্লাইং ড্যাগার’ আঁকা উইকেটকিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন ধোনি। বিষয়টি নজরে আসতেই প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কুর্নিশ কুড়িয়ে নেন মাহি। কিন্তু সেনাবাহিনীর প্রতি ধোনির এই শ্রদ্ধা ভালোভাবে নেয়নি আইসিসি।